পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, গ্রামীন চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসকদের ভুমিকা অপরিসীম। কেননা প্রত্যন্ত এলাকায় একটি রোগীর প্রাথমিক চিকিৎসা প্রথমেই গ্রাম ডাক্তাররা করে থাকেন। মহান মুক্তিযুদ্ধেও তাদের ব্যাপক ভুমিকা ছিল। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌছিয়ে দেওয়ার লক্ষে প্রতিটি গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। যা থেকে মানুষ এখন স্বাস্থ্য সেবা পাচ্ছে। এখন চিকিৎসা ব্যবস্থার অনেক অধুনিকায়ন হয়েছে। আগে গাছগাছড়া দিয়ে চিকিৎসা হতো। এখন আর সেটা হয়না।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে পাইকগাছা উপজেলার পল্লী চিকিৎসক, ঔষধ ব্যবসায়ীবৃন্দ ও ঔষধ কোম্পানীর রিপ্রেজেনটেটিভদের নিয়ে করোনাকালীন স্বাস্থ্য সেবা ও এন্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় মুখ্য আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, অবঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ ও ডাঃ অনুপ কুমার দাশ, মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার বিন রাজ্জাক, আওয়ামীলীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও বাংলাদেশ কেমিষ্ঠ এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, কেমিষ্ঠ এ্যান্ড ড্রাগিষ্ঠ সমিতির পাইকগাছা-কয়রা সমন্বয়কারী প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, সাধারন সম্পাদক কাজী মিজানুর রহমান, ঔষধ কোম্পানির উপজেলা সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সানা, পল্লী চিকিৎসক শংকর কুমার দেবনাথ, নরেন্দ্র নাথ মন্ডল ও নরেন্দ্র নাথ রায়।
খুলনা গেজেট/এমবিএইচ