খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

গোলাগুলি চলছেই, বিকল্প পথে সেন্ট মার্টিনে নৌচলাচল শুরু

গেজেট ডেস্ক

মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। গতকাল শনিবার ভোররাত থেকে রাখাইনের মংডু শহরের দক্ষিণের এলাকাগুলোতে ব্যাপক গোলাবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে রাখাইনে এমন উত্তপ্ত পরিস্থিতির কারণে যোগাযোগ বন্ধ থাকা টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটে বিকল্প পথে আবার নৌযান চলাচল শুরু হয়েছে।

এদিকে এখনও কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে রাখাইনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ ও মর্টার শেলের প্রচণ্ড শব্দ শোনা যায়। ভারী শব্দে এপারের বাসিন্দাদের বাড়িঘর কেঁপেছে। এ সময় রাখাইনের আকাশে যুদ্ধবিমান ওড়ার শব্দও পাওয়া গেছে।

সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ, সাবরাং ও পৌরসভা এলাকার বাসিন্দারা গতকাল ভোরের গোলাগুলির শব্দের কথা বলেছে। স্থানীয়দের ভাষ্য, বোমা ও মর্টারের গোলার শব্দে গভীর রাতে তাদের ঘুম ভেঙে যায়।

শাহপরীর দ্বীপের বাসিন্দা প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, ‘ঈদে বাড়ি আসার পর থেকে শুধু রাখাইনে ভারী অস্ত্রের গোলা ও বোমার ভয়ংকর শব্দ শুনছি। আজ ভোররাতে যে ৮-১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে তাতে আমার ঘরের দরজা-জানালা কেঁপে উঠেছে। সীমান্তের এপারে আগে কখনো এ ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।

শাহপরীর দ্বীপের আরেক বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, ‘রাতে ভয়ংকর কয়েকটি শব্দ শুনেছি। মনে হয়েছে রাখাইনে বোমা বিস্ফোরণের শব্দ। ভোররাত পর্যন্ত এ ধরনের শব্দে আমাদের ঘরবাড়ি কেঁপেছে। এ সময় আমরা বিমান চলার শব্দও শুনেছি। দিনের বিভিন্ন সময়ে আরো ২০টির মতো এ ধরনের বিকট শব্দ শোনা গেছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!