খুলনা, বাংলাদেশ | ১৬ ফাল্গুন, ১৪৩১ | ১ মার্চ, ২০২৫

Breaking News

  গণঅভ্যুত্থানে ১,৪০১ জন আহতকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি জানিয়ে গেজেট প্রকাশ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আসন্ন পবিত্র রমজানের প্রস্তুতি উপলক্ষ্যে আল কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘প্রোডাক্টি রমাদান’ শীর্ষক আলোচনা সভা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মাগরিবের নামাযের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ কেফায়েতুল্লাহ।

আমন্ত্রিত অতিথি শায়েখ কেফায়েতুল্লাহ এসময় উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে রমজানের প্রস্তুতি এবং তাৎপর্য বিষয়ক আলোচনা করেন। তিনি বলেন, ‘রোজা কেবল উপবাস থাকা নয় বরং পানাহার, কামাচার এবং পাপাচার এই তিনটি বিষয় একত্রে পরিত্যাগের নাম রোজা।’

তিনি উপস্থিত সবাইকে রমাজানে দান-সদাকা, রোজাদারকে ইফতার করানো এবং পিতা মাতার সাথে সদাচরণের উপদেশ দেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘রমজান রহমত-বরকত এবং নাজাতের মাস। কিন্তু এর যথাযথ শিক্ষা এবং প্রস্তুতির অভাবে আমরা এই মাস থেকে পরিপূর্ণ ফায়দা নিতে পারি না।

ক্লাবের সভাপতি ফাহিম শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য আরো রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।

সেমিনারে শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের অন্যান্য অংশীজনেরাও অংশগ্রহণ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!