পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবীতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেনীর কর্মচারীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে অবস্থান নিয়ে জেলা প্রশাসনের কর্মচারীরা কর্মবিরতী পালন করছে।
এ সময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি শেখ হাফিজুর রহমান, সম্পাদক মোঃ নুর ইসলাম খান, নাহিদ বেগম, নিহার কান্তি বিশ্বাস, দেলোয়ার হোসেন, ইউনুছ আলী বেপারী, বিধান চন্দ্র বিশ্বাস, জেসমীন সুলতানা, লিয়াকত হোসেন,কামরুজ্জামান মিয়া প্রমূখ। এছাড়া ৫ উপজেলার নির্বাহী অফিসের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি-র কার্যালয়ের কর্মচারীরাও নিজ নিজ অফিসে কর্মবিরতি পালন করছে।
খুলনা গেজেট/ এমএম