স্বাধীনতার ৫০ বছর এবং মুজিবশতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জে ১০জন মরণোত্তর সহ ১৪০জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে। শেখ মনি স্মৃতি পরিষদ এ সম্মাননা প্রদান করে।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান।
গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিটু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, শেখ মনি স্মৃতি পরিষদের সভাপতি গাজী তুষার আহমেদ বাঘা বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরে অনুষ্ঠানে ১০জন মরনোত্তরসহ ১৪০জন বীর মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়া। পরে আগত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয় আয়োজকরা।