গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক শেখ (৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হযেছে। এতে আহত হয়েছেন আরো ৪ ব্যবসায়ী ও নসিমন চালক। বৃহস্পতিবার (২৯ জুন) ভোর ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী মানিক শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের রহম শেখের ছেলে। আহতদের বাড়ীও একই গ্রামে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতরা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে গরু বিক্রি করে নসিমনে করে বাড়ি ফিরছিলেন।
এসময় নসিমনটি গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গরু ব্যবসায়ী মানিক শেখ নিহত হন ও অপর ৪ ব্যবসায়ী এবং নসিমন চালক আহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ফায়েক শেখ নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ও বাকীদের ভর্তি করা হয়।
তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এসজেড