সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন গোপালগঞ্জবাসী যথাযথভাবে চলছে। লকডাউনের প্রথম দিনে গোপালগঞ্জে আজ সোমবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে।
গোপালগঞ্জ জেলা সদরসহ ৫ উপজেলার নিত্য প্রয়োজনীয় ও ঔষধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। লকডাউনের কারণে ঢাকা-খুলনাসহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ হয়েছে। ব্যাংকের লেনদেন সীমিত আকারে হতে দেখা গেছে।
এদিকে, লকডাউনে সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে নিরুসাহিত করতে ও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলার হাট, বাজারসহ বিভিন্ন স্থানে পুলি ও ম্যাজিস্ট্রেটদের টহল দিতে দেখা গেছে।
খুলনা গেজেট/এনএম