গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠিকতার সূচনা করা হয়।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তার পরেই পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা শ্রদ্ধা জানান।
এরপর গোপালগঞ্জ জেলা পরিষদ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ-সংগঠন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভা, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া ভোর ৬ টায় ৩১ বার তোপ ধ্বনির পর শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৮ টায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বর্ণাঢ্য শরীর চর্চা প্রদর্শন করে।
এই ডিসপ্লে দেখার জন্য পুরো মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। দর্শকরা মুদ্ধ হয়ে এসব শরীর চর্চা প্রদর্শনী উপভোগ করেন। পরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। জেলার অন্যান্য উপজেলা সদর গুলিতেও কর্মসূচী পালিত হয়েছে।
খুলনা গেজেট/ এস আই