গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারী চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে তরুন কান্তি সরকার (৫০) নামে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। এতে নারী ও শিশুসহ আহত হয়েছে আরো ৫জন। আজ সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের বিসিক ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, একটি ইজিবাইকে করে পুলিশ লাইন্স থেকে জেলা শহরের আসচ্ছিলেন তরুন কান্তি সরকার। এসময় ইজি বাইকটি জেলা শহরের বিসিক ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে গ্রাম্য চিকিৎসক তরুন কান্তি সরকার মারা যান এবং নারী ও শিশুসহ ৫ জন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তরুন কান্তি সরকার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার দুর্গাপুর গ্রামের রঞ্জিত সরকারের ছেলে।
খুলনা গেজেট /এমএম