খুলনা, বাংলাদেশ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল
  যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্স-ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
  খুলনার পিকচার প্যালেস মোড়ে আগুন, অস্থায়ী মার্কেট পুড়ে ছাই

গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ১০

গেজেট ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বোরো ধানের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন নারীসহ আরও ১০ জন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার তেতুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিলা বেগম ওই উপজেলার তেতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লার স্ত্রী।

আহতরা হলেন- মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাঁড়িয়া (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল। তিনি বলেন, তেতুলবাড়ি গ্রামের শাহিদ মোল্লার সঙ্গে বোরো ধানের জমিতে পানি দেয়া নিয়ে কাওসার মোল্লার বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতে শাহিদ মোল্লার লোকজন লাঠিসোঁটা নিয়ে কাওসার মোল্লার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৪ নারীসহ ১১ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!