ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করায় গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।
আজ শনিবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমতাকরণের ঘোষণা বাতিল, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান ও প্রফেসনাল বিসিএসসহ ৬ দফা দাবীতে শ্লোগান দেয় ডিপ্লোমা নার্সিং এর শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়েছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) গোপালগঞ্জ নার্সিং শাখার সভাপতি মুক্তা খানম, সিনিয়র সহ-সভাপতি জান্নাতী পারভীন, সহ-সভাপতি জুই পাটারী, সাধারন সম্পাদক গাজী মেহেরাবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাবীগুলো হলো কারিগরি মুক্ত নার্স, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান করা, প্রফেশনাল বিসিএস, স্টাইপেন্ড বৃদ্ধি ও ইন্টার্নভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সি কলেজে কোটা ১০% থেকে ২০% এবং প্রাইভেট কলেজে ২০% থেকে ৩০% বৃদ্ধিকরণ এবং ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা নিশ্চিতকরণ।
খুলনা গেজেট/এনএম