খুলনা, বাংলাদেশ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম সুন্দরবন টাইগার্স, দ্বিতীয় জয় মা কালী ও তৃতীয় মোবাইল দল
  শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস
  গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩

গোপালগঞ্জে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৬ আসামি আদালতে

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৬ আসামিকে গোপালগঞ্জের আদালতে হাজির করা হয়েছে।

আজ রোববার(২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবির, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা লিপি ও মোঃ শরীফুর রহমানের আদালতে হাজির করা হয়। পুলিশ ১৬৪ এর আবেদন জানিয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত শীতল চন্দ্র পাল নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে র‌্যাব গোপালগঞ্জে বিভিন্ন স্থান থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলো গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের শাফায়েত মিয়ার ছেলে রাকিব মিয়া ওরফে ইমন (২২), শহরের মার্কাস মহল্লার বাবুল ফকিরের ছেলে পিয়াস ফকির (২৬), পরেশ বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২৪), চান মিয়া সরদারের ছেলে মো. হেলাল সরদার (২৪), নবীনবাগের অহিদুজ্জামানের মো. নাহিদ রায়হান (২৪) ও তূর্য মোহন্ত (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে গণধর্ষণে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। গতকাল শনিবার র‌্যাব রাতে ওই ৬ আসামিকে গোপালগঞ্জ থানায় সোপর্দ করে।

গত ২৩ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের হেলিপ্যাড থেকে বের হওয়ার সময় ভিকটিমের বন্ধুকে ওই বখাটেরা মারধর ও ভয়ভীতি দেখিয়ে পাশের নির্মাণাধীন জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!