খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিটের আদেশ কাল
  বিএনপিনেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকায় সমর্থকদের অবস্থান
  সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল শুনানি আগামীকাল : হাইকোর্ট

গোপালগঞ্জে চাকুরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচী

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে চাকুরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মরত ১৫৪ জন কর্মচারী।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের দোতলায় ভিসির অফিসের সামনে বসে এ অবস্থান কর্মসূচী পালন করে তারা। এসময় বিভিন্ন দাবিতে প্লাকার্ড প্রদর্শন করা হয়। অবস্থান কর্মসূচী চলাকালে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সভাপতি সাইদুল আলম মুন্সী, সাধারন সম্পাদক মো: বিজন গাজী, সহ সভাপতি মো: সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরার ভিত্তিতে ১৫৪ জন কর্মচারী কর্মরত রয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫’শ টাকা করে মজুরি দিলেও এ বিশ্ববিদ্যালয়ে এখনো মাত্র দু’শ টাকা করে মজুরি দিচ্ছে। এতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মজুরি বাড়ানোর সাথে সাথে চাকুরি স্থায়ী করার দাবি জানায় তারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!