খুলনা, বাংলাদেশ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রকাশ্য ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ
  প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক সন্ধ্যায়

গোপালগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

গেজেট ডেস্ক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুল হাওলাদার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে বুধবার কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে নির্যাতিত ওই গৃহবধূ স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় ঘরে দরজা খুলে শুয়ে ছিলেন। এ সময় একই গ্রামের হাবিব হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই গৃহবধূ কোটালীপাড়া থানায় বাদী হয়ে একটি মামলা করেন।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বুধবার ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামি সাইফুল হাওলাদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!