গোপালগঞ্জে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে শহরের গেটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল কালাম আজাদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু শহরতলীর গেটপাড়ার বাসিন্দা সেলিম খন্দকারের ছেলে নাবিল খন্দকার আরমান (১২) ও একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে হৃদয় মীর (১২)। তারা শহরের রংধনু স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
উপ-সহকারী পরিচালক আব্দুল কালাম আজাদ জানান, দুপুরের দিকে তিন বন্ধু গেটপাড়া খালে গোসল করতে নামে। এর মধ্যে আরমান ও হৃদয় স্রোতের কারণে পানিতে ডুবে যায়। এ সময় তাদের অপর বন্ধু আপনও (১১) পানিতে ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় আপনকে উদ্ধার করা গেলেও বাকি দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয়। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরমান ও হৃদয়কে মৃত ঘোষণা করেন। আর অসুস্থ আপনকে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দুই শিশুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/ এস আই