খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ অধিদপ্তর(আইসটি) ঘোষিত “আমার বঙ্গবন্ধু” শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা তাঁর সভাকক্ষে বিজয়ী বিশ্বজিৎ সরকারের হাতে পুরস্কারের ১লক্ষ টাকার চেক তুলে দেন।

প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে “আমার বঙ্গবন্ধু” শির্ষক ভিডিও চিত্র জমা দেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে ১২ জনকে গত ৫জুলাই আইসিটি অধিদপ্তর বিজয়ী ঘোষণা করেন। সরকার ঘোষিত পুরস্কারের ১ লক্ষ টাকার চেক জেলা প্রশাসক শাহিদা সুলতানা গোপালগঞ্জের ছেলে বিজয়ী বিশ্বজিতের হাতে তুলে দেন।

এদিকে, করোনা পরীক্ষার জন্য শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত আরটিপিসিআর ল্যাবে বিগত ১ বছর ধরে স্বেচ্ছাশ্রম দিয়ে করোনা টেস্টে বিশেষ অবদান রাখায় ৪জন মেডিকেল টেকনোলজিস্টকে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন জেলা প্রশাসন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) এম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ওসমান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, ডিডিএলজি মোঃ আরিফ হোসেন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাকিবুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!