গোপালগঞ্জে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার এক হাজার ২২৮টি মন্দিরে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়।
প্রদীপ জ্বালিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমী পূজা। এসময় ঢাকেরবাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও আরতীতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পুজা মন্ডপ। পরে ভক্তরা নৈবেদ্য সাজিয়ে দেবীর পায়ে অঞ্জলী প্রদান করেন।
রীতি অনুযায়ী মহাসপ্তমীতে শুরু হয় দুর্গাপুজার মুল পর্ব। ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজা করা হয়।
প্রথমে ত্রিনয়নী দেবী দূর্গার চক্ষুদান, এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয় পুস্পমাল্য, চন্দন, ধুপ ও প্রদীপ দিয়ে পূজা করা হয়।
খুলনা গেজেট/ এস আই