খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

  ১৫ নভেম্বর পুরাতন হাইকোর্ট ভবনে গণহত্যার বিচার শুরু হবে আশা চিফ প্রসিকিউটরের

গুচ্ছ পদ্ধতিতে পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন

খুকৃবি প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) কেন্দ্রে দেশের ৮ টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় পরীক্ষা শুরু হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন কেন্দ্র খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২০০০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৭৬৯ জন।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবুল কাসেম চৌধুরী কেন্দ্র পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের বিষয়ে খোজ-খবর নেন। এসময় তিনি কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন করার লক্ষে পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক-কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এছাড়া তিনটি উপকেন্দ্- ঢাকা বিশ্ববিদ্যালয় , জগন্নাথ বিশ্ববিদ্যাল, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষা গ্রহণের সার্বিক দায়িত্বে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা যায়, আট কৃষি বিশ্ববিদ্যালয়ে এবার মোট আসন সংখ্যা ৩৫৪৮ টি। এ বছর আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া হয়েছে ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে। উল্লেখ্য যে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ টি অনুষদের অধীনে রয়েছে মোট ১৫০ টি আসন।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!