ধারাভাষ্যকক্ষে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী নিশ্চিত ছিলেন, শুভমান গিল বাংলাদেশের কোনো না কোনো বোলারকে ‘টার্গেট’ করে পেটানো শুরু করবেনই।
কারণ, তাঁর সেই ক্ষমতা আছে। বোলার নির্বাচন করে মাথা ঠাণ্ডা রেখে ইনিংসের গতি বাড়াতে পারেন তিনি।
শাস্ত্রীর কথামতো শেখ মেহেদি হাসানকে পেটানো শুরু করেওছিলেন গিল। কিন্তু ওই পর্যন্তই। পরের বলেই দুর্দান্ত কামব্যাক মেহেদির। তাওহীদ হৃদয়ের হাতে গিলকে ক্যাচ বানিয়ে আউট করেছেন এই ডানহাতি অফস্পিনার। ১৩৩ বলে ১২১ রান করেই থেমেছে গিলের প্রতিরোধ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৪৫ ওভারে ৭ উইকেটে ২২২ রান তুলেছে ভারত।
ক্রিজে আছেন অক্ষর প্যাটেল আর শার্দুল ঠাকুর। দুজন স্বীকৃত ব্যাটসম্যান না হলেও দলের প্রয়োজনে পিটিয়ে খেলতে পারেন। নাসুমের বলে একটা চার ও একটা ছক্কা মেরে সে প্রমাণই দিচ্ছেন অক্ষর।
সেটা ভারতের জয়ের জন্য যথেষ্ট হবে কি না, দেখার বিষয় সেটাই।