খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে ৭ আবাসিক হল
  অন্যায়ভাবে ভিসি’কে অপসারণ করলে শিক্ষা কার্যক্রম বন্ধ: কুয়েট শিক্ষক সমিতি

গিনাব্রির গোলে জার্মানির জয়

ক্রীড়া প্রতিবেদক

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে জয় পেয়েছে জার্মানি। রোববার রাতে তারা ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমানিয়াকে হারিয়েছে ১-০ গোলে। জার্মানির হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন সার্জি গিনাব্রি।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জোয়াকিম লো’র শিষ্যরা। ২ ম্যাচ থেকে সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্মেনিয়া।

রোমানিয়ার মাঠে ম্যাচের ১৭ মিনিটে জয়সূচক গোলটি করেন গিনাব্রি। ৭ গজ দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান তিনি।

বুধবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে জার্মানরা। অন্যদিকে রোমানিয়া মুখোমুখি হবে আর্মেনিয়ার।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!