খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গালে-ঠোঁটে চুম্বনে আপত্তি পাকিস্তানি অভিনেত্রীর, বাধ্য হয়ে কী করেছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

২০১৭ সালে মুক্তি পায় বলিউড বাদশা শাহরুখ খানের অভিনীত সিনেমা ‘রইস’। এতে তার নায়িকা ছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। নিজেকে বরাবরই শাহরুখের অনুরাগী বলেই দাবি করেছেন এই অভিনেত্রী। অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছিলেন-শাহরুখ তার স্বপ্নের পুরুষ। তবু ‘রইস’ সিনেমার ‘জালিমা’ গানে বাদশার চুম্বনে ঘোরতর আপত্তি জানান মাহিরা।

গানটির শুরুর দিকে দৃশ্যে দেখা যায়— মুরুভূমির উপর কালো আফগানি পোশাকে শাহরুখ এবং তার সঙ্গে রং মিলিয়ে মাহিরার পরনেও ছিল কালো সালোয়ার-কামিজ। গানের শেষ দৃশ্য মাহিরাকে কোলে তুলে নেন বাদশা। এমনই ছিল ‘জালিমা’ গানের দৃশ্যায়ন। সিনেমা মুক্তি পর প্রায় ৬ বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনও গানটি জনপ্রিয়। তবে এই গানের শুটিংয়ে শাহরুখের চুম্বনে বেজায় আপত্তি ছিল মাহিরার।

শেষে বাধ্য হয়ে নায়িকার নাকে চুম্বন আঁকেন বাদশা। কিন্তু অভিনেত্রী তার আপত্তির কারণও খোলসা করেছেন। মাহিরা নাকি শুটিংয়ের সময় ভয়ে ভয়ে থাকতেন।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মাহিরার কথায়, ‘আমার ভয় ছিল পর্দায় যাতে এমন কিছু না করি, যা অতিরিক্ত মনে হয়। শাহরুখকে বলেই দিয়েছিলাম যে তুমি আমাকে চুম্বন করতে পারবে না। তাই শেষে ঠোঁটের পরিবর্তে ঠিক হয় নাকে নাকেই হবে চুম্বন।’

তবে অভিনেত্রীর এই আপত্তির কথা জানতে পেরে তাকে নিয়ে নাকি বেশ ইয়ার্কি করেন শাহরুখসহ গোটা ‘রইস’ টিম।

ওই একটি সিনেমাতেই কাজ করেন শাহরুখ-মাহিরা। তারপর ভারত-পাকিস্তান দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আঁচ এসে পড়ে বিনোদন জগতে। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ নিষিদ্ধ হয়। তবে ভবিষ্যতে সুযোগ পেলে ফের শাহরুখের সঙ্গে কাজ করতে চান মাহিরা।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!