নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগে বোলিং করছে বাংলাদেশ। হ্যামিল্টনে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়েছে।
টস
টস জিতে নিউ জিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
স্কোর
নিউ জিল্যান্ড ৫৪/২ (৭ ওভার)
অভিষিক্ত নাসুমের আরেকটি উইকেট
নিজের তৃতীয় ওভারে আরেকটি উইকেট পেলেন অভিষিক্ত নাসুম। এবার তার শিকার মার্টিন গাপটিল। ডানহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান নাসুমের বলে এগিয়ে এসে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন। গাপটিলকে এগিয়ে আসতে দেখে বল কিছুটা টেনে দিয়েছিলেন নাসুম। টাইমিংয়ে গড়বড় করে গাপটিল ক্যাচ দেন সৌম্যর হাতে। ২৭ বলে ৩৫ রান করে গাপটিল ফেরেন সাজঘরে।
কাঁধের ইনজুরিতে নেই মুশফিক
কাঁধের ইনজুরিতে মুশফিকুর রহিমকে ছাড়া প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। জানা গেছে, কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে চোট পেয়েছেন তিনি। শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের বল হেনরি নিকোলসের ব্যাটের কানায় গেলে মুশফিকের গ্লাভস ছুঁয়ে বাউন্ডারিতে যায়। ড্রাইভ দিয়ে বল ধরার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। এরপর তাকে অস্বস্তিতে দেখা যায়। ম্যাচের বাকিটা সময় কিপিং চালিয়ে গিয়েছিলেন। নেমেছিলেন ব্যাটিংয়েও। কিন্তু ব্যথা না কমায় প্রথম টি-টোয়েন্টিতে নিজেকে সরিয়ে রেখেছেন মুশফিক।
নাসুমের প্রথম ওভারেই সাফল্য
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভারেই নাসুম আহমেদ পেলেন উইকেটের স্বাদ। তিনি ফিরিয়েছেন নিউ জিল্যান্ডের অভিষিক্ত ওপেনার ফিন অ্যালেনকে। নাসুমের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম চার বলে কোনো রান নিতে পারেননি আরেক ওপেনার মার্টিন গাপটিল। পঞ্চম বলে ১ রান নিলে ব্যাটিংয়ে আসেন অ্যালেন। তার স্কিড করা বল ভেঙে যায় ডানহাতি ব্যাটসম্যান অ্যালেনের উইকেট। নাসুমের সাফল্যে অভিষেক রঙিণ হলো না অ্যালেনের।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
নাসুম, শরিফুলের অভিষেক
প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। নাসুম দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন। তার বাঁহাতি স্পিন সীমিত পরিসরে বেশ কার্যকরী। শরিফুল ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছেন। এরপরই জাতীয় দলের পাইপলাইনে যুক্ত হন।
নিউ জিল্যান্ড একাদশ
টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়ং।
নিউ জিল্যান্ড ৭ – ০ বাংলাদেশ
নিউ জিল্যান্ডের মাটিতে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে কখনোই কোনো ম্যাচ জিতেনি। বাংলাদেশ একাধিকবার নিউ জিল্যান্ডের বাইরে তাদেরকে ওয়ানডেতে হারালেও কখনোই টি-টোয়েন্টিতে পারেনি। দুই দলের সাত মুখোমুখিতে বাংলাদেশ হেরেছে প্রত্যেকটিতেই। মাহমুদউল্লাহর দল এবার টি-টোয়েন্টিতে ইতিহাস পাল্টাতে পারে কিনা সেটাই দেখার।
খুলনা গেজেট/কেএম