বাংলাদেশের স্হপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘গান্ধী স্মৃতি পুরস্কার’ প্ৰদান করা হবে। এ বছর ২ অক্টোবর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিনে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের এক নয়া অধ্যায়ের সূচনা হবে বলে কূটনৈতিক মহল মনে করছে।
চলতি বছরের ঢাকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা ঘোষণাও করেছিলেন। তিনি সে সময় বলেছিলেন যে, এই ঐতিহাসিক ঘটনা দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে। এই বছরের ২৬ জানুরারি প্রজাতন্ত্র দিবসে ১২২ সদস্যের বাংলাদেশী সৈন্যদল কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।
পুরস্কার ঘোষণার সময় ভারতের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ভারতীয় উপমহাদেশের এক অন্যতম মহান নেতা। তিনি ছিলেন অদম্য সাহসের প্রতিমূর্তি। বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার ও মানবতার একজন আদর্শ উপস্হাপক। ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের আদর্শ। মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক। আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক। তাই বাংলাদেশ সরকারও এটিকে খুব সম্মানের বলে মনে করেন।
বাংলাদেশের কূটনৈতিক মহল মনে করেন এই পুরস্কার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে খুব তাৎপর্যপূর্ণ। দুই দেশের সমস্ত দ্বিপক্ষীয় বিষয়গুলো নিষ্পত্তি করবে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক চাঙ্গা করবে।
খুলনা গেজেট/এনএম