ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিন শনিবার। আর এই দিনেই কলকাতা সফররত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকাল সাড়ে নটা নাগাদ যাবেন মহাপ্রভু চৈতন্যদেব স্মৃতি বিজড়িত নদীয়ার নবদ্বীপ ধাম । ওখান থেকে তিনি পাশেই মায়াপুরে ইস্কনের মন্দির যাবেন । ওখানে পুজো দিয়ে ও কিছুটা বিশেষ ধর্মীয় কাজ সেরে মধ্যাহ্ন ভোজ সারবেন। বেলা তিনটে নাগাদ উত্তর চব্বিশ পরগণার ঠাকুরনগরে মতুয়াদের আয়োজিত মহাসমাবেশ যাবেন । সেখানে তার সঙ্গে থাকবেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
মতুয়াদের সংগঠিত করতে এদিন তিনি এন আর সি নিয়ে ভাষণ দেবেন। ঐ সমাবেশে উত্তর চব্বিশ পরগণার কিছু প্রভাবশালী তৃণমূল নেতা বিজেপিতে যোগদান। এরপর ঠাকুরনগর থেকে সোজা ফিরবেন কলকাতার রাজারহাট নিউটাউনের ওস্টিন হোটেল। তারপর সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সায়েন্স সিটিতে সাংবাদিক সম্মেলন করবেন।
এদিকে শুক্রবার কলকাতার চলচ্চিত্র পাড়া টলিউডের বিখ্যাত সিরিয়াল অভিনেতা কৌশিক রায় বিজেপিতে যোগদান করলেন। এদিন তার হাতে পতাকা তুলে দেন বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি সাংসদ দিলীপ ঘোষ । পরে কৌশিক রায় বলেন, মানুষের কাজ করার জন্য তিনি বিজেপিতে যোগদান করলেন। এটা তার জীবনের দ্বিতীয় ইনিংস।