খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

গাজায় যুদ্ধবিরতি শুরু আজ, মুক্তি পাবে ১৩ জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় চার দিনের যুদ্ধবিরতি বৃহস্পতিবার সকাল থেকেই কার্যকর হবে বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বলা হয়, শেষ মুহূর্তে জিম্মিদের তালিকা নিয়ে জটিলতা হওয়ায় গতকাল যুদ্ধবিরতি কার্যকর করা যায়নি। আলোচনার বিষয়ে ওয়াকিফহাল এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, কোন কোন জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং কিভাবে তা হবে এ নিয়ে জটিলতার কারণে এই বিলম্ব হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে মধ্যস্থতাকারী দেশ কাতার বলেছে, গাজায় স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতি শুরু হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি বলেন, আজ বিকেল ৪টার দিকে ১৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। মুক্তি পেতে যাওয়া জিম্মিরা হচ্ছে একই পরিবারের নারী ও কয়েকটি শিশু। এই জিম্মিদের রেড ক্রসের হাতে হস্তান্তর করা হবে।

যুদ্ধবিরতি শুরুর সঙ্গে সঙ্গে বাড়তি মানবিক ত্রাণ সরবরাহও শুরু হবে বলে জানান কাতারি মুখপাত্র। ১৩ জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলও কয়েকজন কারাবন্দি ফিলিস্তিনিকে ছেড়ে দেবে বলে আশা প্রকাশ করেন মুখপাত্র মজিদ। তবে আজ ঠিক কতজন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেতে পারে, সে ব্যাপারে তিনি কিছু বলেননি। তবে হামাস এ ব্যাপারে কিছু তথ্য দিয়েছে। হামাসের পক্ষ থেকেও যুদ্ধবিরতি শুরুর কথা নিশ্চিত করা হয়েছে।

হামাস আরো বলেছে, প্রতি একজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে নারী ও শিশুসহ তিন ফিলিস্তিনি কারাবন্দি মুক্তি পাবে। এই চার দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েলে কারাবন্দি ১৫০ ফিলিস্তিনির বিনিময়ে ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস।
এ ছাড়া ২০০টি ত্রাণবাহী ট্রাক এবং জ্বালানি ও রান্নার গ্যাস ভর্তি চারটি ট্যাংকার ও ট্রাক গাজায় প্রবেশ করবে। কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বাস্তবায়িত হওয়া এই সাময়িক যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ ও পরিসর পরবর্তী সময়ে বাড়তে পারে।

আল-শিফা হাসপাতালের পরিচালক আটক

গাজা সিটির প্রধান হাসপাতাল আল-শিফার পরিচালক মুহাম্মদ আবু সালমিয়াসহ দুই চিকিৎসক ও দুই নার্সকে গতকাল গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। তাঁদের বিরুদ্ধে হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে। এ নিয়ে আবু সালমিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলি নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

হামাসের ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা

ইসরায়েলি বাহিনী গতকাল বলেছে, তারা ২৪ ঘণ্টায় গাজায় হামাসের ৩০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসবের মধ্যে হামাসের কমান্ড সেন্টার, ভূগর্ভস্থ সুড়ঙ্গ, অস্ত্রাগার ও অস্ত্র কারখানা রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

সূত্র : বিবিসি, এএফপি, আল-জাজিরা




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!