ইসরায়েলের সঙ্গে গাজার শাসক দল হামাসের চার দিনের যুদ্ধবিরতির মধ্যে উপত্যকায় ‘পূর্ণ’ যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে গাজায় দেড় মাসের বেশি সময় ধরে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ যায় এক হাজার ২০০ ইসরায়েলির। এমন বাস্তবতায় শুক্রবার থেকে চার দিনের যুদ্ধবিরতি শুরু করে দুই পক্ষ।
যুদ্ধবিরতি শুরুর দিন শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মালালা লিখেন, ‘আজ রাতে পরিবারের সঙ্গে ফের দেখা হওয়া নারী, শিশু ও তরুণ লোকজন এবং গাজায় বোমাবর্ষণে বিরতি দেয়ায় স্বস্তি অনুভব করছি, তবে আগামীকাল ঘুম থেকে উঠে ফের স্বজনদের জন্য শোকতাপ করে, খাদ্য ও পানির জন্য মরিয়া হয়ে উঠবে গাজার শিশুরা এবং তাদের বাড়িঘর, রাস্তাঘাট এবং স্কুলে আবার গোলাবর্ষণ নিয়ে থাকবে শঙ্কায়।
‘তাদের জন্য আমাদের অবশ্যই সোচ্চার হতে হবে—পূর্ণ যুদ্ধবিরতি ও আরও মানবিক সহায়তার জন্য। অহেতুক এ দুর্ভোগের অবসান হতে হবে।’
খুলনা গেজেট/এনএম