গরু পাচার কাণ্ডে টালিউডের অভিনেতা ও তৃণমূল সংসদ সদস্য দীপক অধিকারী দেবকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।
দেব মনে করেন, তিনি সিবিআইয়ের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। আজকের পর তাকে সিবিআই আর নাও ডাকতে পারে।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে মঙ্গলবার(১৫ফেব্রুয়ারি) তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে দেব সাংবাদিকদের বলেন, ‘আমি বেশি কিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কিনা, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমার বক্তব্য, আমি জানিয়েছি। মনে হয় আর ডাকবে না।’
এদিন সকাল ১১টার দিকে সিবিআই দপ্তরে যান টালিউডের এই জনপ্রিয় অভিনেতা।
দেবকে ৯ ফেব্রুয়ারি নোটিশ পাঠায় সিবিআই। নোটিশে মঙ্গলবার তাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল।
সিবিআইয়ের দাবি, গরু পাচার মামলার প্রধান আসামি এনামুল হকের থেকে দেব দামি ঘড়িসহ বেশ কিছু উপহার নিয়েছেন। গরু পাচারের সঙ্গে যুক্তদের জিজ্ঞাসাবাদ করেও তার নাম উঠে এসেছে।
এ বিষয়ে দেবকে প্রশ্ন করলে তিনি এনামুলকে চেনেন না বলে জানান। বলেন, ‘এনামুল হককে আমি চিনি না। কোনো উপহার নেয়ার প্রশ্নই ওঠে না।’
গরু পাচারের অভিযোগে ২০২০ সালে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন এনামুল। গত ২৪ জানুয়ারি জামিনে ছাড়া পান তিনি।
এ ঘটনায় এক বিএসএফ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি পশ্চিমবঙ্গের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
সিবিআই সূত্রে জানা গেছে, দেবকে গরু পাচার মামলায় সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। দেবের নির্বাচনী আসন ঘাটালে সক্রিয় ছিল গরু পাচার চক্রটি।
এদিকে দেবের সিবিআই তলবকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বলেন, ‘আমরা জানতাম মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাউদ ইব্রাহিমের টাকা খাটে। এখন দেখছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে গরু পাচারের টাকা খাটে।’
দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়ে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘যে তৃণমূল করবে, তাকেই সিবিআই ডাকবে। কিন্তু আমরা ভয় করবো না।’
খুলনা গেজেট/ এস আই