পবিত্র রমজান মাসের পবিত্র শবে কদরের দিনে গরুর বদলে ঘোড়া জবাই করে মাংস বিক্রির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাবাজার লাকড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উখিয়া উপজেলা সহকারি ভূমি কমিশনার সালেহ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। তবে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে বলে জানান ভূমি অফিসের এই কর্মকর্তা।
খুলনা গেজেট/ এসজেড