প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ক’দিন আগেই। এরপর বহুবার ক্ষমতা হারানোর জন্য বিরোধীদের ষড়যন্ত্রকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তিনি নতুন করে জানালেন, পিটিআই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অনেক আগে থেকেই। ২০২১ সালের জুলাই মাস থেকেই তিনি ওই ষড়যন্ত্রের কথা জানতেন। এ খবর দিয়েছে জিও টিভি।
এদিকে নেটমাধ্যমে ভাইরাল তার এই দাবি। ওই ক্লিপটি মূলত একটি পডকাস্টের অংশ। পাকিস্তানের ‘কন্টেন্ট ক্রিয়েটর’ জুনেইদ আক্রামের সঙ্গে ইমরানের কথোপকথনের অংশবিশেষ। সেখানে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, গত বছর আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। সেই সময়ে গোয়েন্দা প্রধানের পদে পরিবর্তন চাননি তিনি। ইমরান বলেন, আমি বুঝতে পেরেছিলাম যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে গেলে সেখানে গৃহযুদ্ধ লেগে যাবে সেটি পাকিস্তানের ওপরে চাপ ফেলতো। আমাদের সেনারা শহীদ হচ্ছিল। তাই আমি চাচ্ছিলাম আমাদের গোয়েন্দা প্রধান তার দায়িত্বে থেকে যান। তিনি গত ৫ বছর ধরে দায়িত্ব পালন করেছেন, এই কঠিন সময়েও তাকে দরকার ছিল। কিন্তু আমার ধারণাকে ভুলভাবে নেয়া হয়েছে। তারা (সে সময়কার বিরোধীরা) ভেবেছে আমি আইএসআই’র সাবেক মহাপরিচালককে সেনা প্রধান করতে চাই।
সাক্ষাৎকারে ইমরান আরও জানান, পিএমএল-এন যে সরকারে প্রবেশের চেষ্টা করছে তাও তিনি গত বছরই জেনেছিলেন। তিনি বলেন, গত জুলাই মাসেই আমি জানতাম যে, তারা আমার সরকারকে উৎখাতের সব পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। এ কারণেই আমি চাইনি গোয়েন্দা প্রধান পদে পরিবর্তন আসুক। এটি কোনো গোপন বিষয় ছিল না। তিনি তার দায়িত্বে যোগ্য ব্যক্তি ছিলেন।