গণ সচেতনা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
দুর্নীতি দমন কমিশন ও খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (১৮ জুলাই) দৌলতপুর মহসীন মোড়ে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।
পরে সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এক আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ আশরাফ উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, খুলনা এর উপ পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ।
মানববন্ধনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যেকোন কাজের ক্ষেত্রে নীতিহীনতাই দুর্নীতি। আর যে নীতিহীন সে হয় স্বার্থান্ধ। এ ধরনের লোক দেশ ও জাতির জন্য ক্ষতিকর। এরা দেশ ও জাতির উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়ায়। অপরদিকে নৈতিকভাবে উন্নত সৎ বিবেচনার মানুষ যে পদেই থাকুক না কেন তিনি সমাজ ও জাতির বড় সম্পদ। জাতীয় জীবনের উন্নতি, সমৃদ্ধির কথা ভাবতে গেলে আগামী নতুন প্রজন্মকে সৎ ও যোগ্য করে আমাদেরকেই গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে মোঃ মনিরুজ্জামান রহিমের পরিচালনায় উপস্থিত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, এস এম আকতার উদ্দিন পান্নু, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, রকিব উদ্দিন ফারাজী, সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, বিশেষ অতিথি জনাব মফিদুল ইসলাম হিরু, জনাব মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
খুলনা গেজেট/কেডি