খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

গণতন্ত্র ও সংবিধান রক্ষায় শেখ হাসিনার কোন বিকল্প নেই : খুলনা আ.লীগ

 নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ৭৭তম জন্মদিন পালন করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয় আলোকসজ্জা, দলীয় কার্যালয়সহ প্রত্যেক মসজিদে কোরানখানি ও বিশেষ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সেটি বাস্তবায়ন করেন। সেকারনেই আজ পদ্মা সেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টার্নার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল সহ ম্যাগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি সব হারিয়ে নিজের কথা না ভেবে এদেশের মানুষকে পরিবারের সদস্য মনে করে তাদের উন্নয়নে কাজ করছেন। শেখ হাসিনা এদেশের ভূমিহীন গৃহহীন ১৩ লক্ষ মানুষকে জমিসহ ঘর নির্মাণ করে দিয়েছেন। দরিদ্র শিক্ষার্থীদের অনার্স পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। তিনি অসহায় বিধবা ও গর্ভবতী মায়েদের ভাতার ব্যবস্থা করেছেন। নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা সব হারিয়ে এদেশের মানুষকে আগলে ধরে তাদের উন্নয়নে কাজ করছেন। আর যারা শেখ হাসিনার উন্নয়ন নিয়ে সমালোচনা করেন তারা মানুষের রক্ত চুষে খেয়েছিলো। বাংলাদেশকে সন্ত্রাস, ধর্ষণ, জঙ্গিবাদ আর লুটের রাজ্যে পরিণত করেছিল। আজ শেখ হাসিনা সেই অন্ধকারের যুগ থেকে বাংলাদেশকে আলোর জগতে নিয়ে এসেছেন। সুতরাং উন্নয়ন, মর্যাদা, গণতন্ত্র ও সংবিধান রক্ষায় শেখ হাসিনার কোন বিকল্প নেই। সেজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জাতিকে রক্ষায় শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র ৭৭তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী আলোচনা সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, নির্বাহী সদস্য অধ্যা. রুনু ইকবাল বিথার, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুুন্সি মাহবুব আলম সোহাগ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা, মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. আনোয়ার হোসেন, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বাবুল সরদার বাদল, শেখ জাহিদুল হক, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, শেখ এশারুল হক, মুন্সি মো. সেলিম, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, শেখ শাহজালাল হোসেন সুজন, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নাসরিন আক্তার, শেখ নজিবুল ইসলাম নজিব, আইরিন চৌধুরী নীপা, পারভীন ইলিয়াছ, কাউন্সিলর মাহমুদা বেগম, নূরিনা রহমান বিউটি, নূর জাহান রুমি, কাউন্সিলর রোজী ইসলাম নদী, কবির পাঠান, জেসমিন সুলতানা শম্পা, মল্লিক নওশের আলী, মো. আজিম উদ্দিন, মেহজাবিন খান, সাবিহা ইসলাম আঙ্গুরা, ফেরদৌস আলম রিতা, রেখা খানম, ইলিয়াছ হোসেন লাবু, মো. মাহমুদুর রহমান রাজেসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কেককাটা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম জাকারিয়া।

॥ সোনাডাঙ্গা থানা ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ৭৭তম জন্মদিন পালন করেছে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ।
জন্মদিন উপলক্ষে ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ কামাল, মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. আমির হোসেন, মো. মোক্তার হোসেন, আকবর আলী মাতুব্বর, তোতা মিয়া ব্যাপারী, চ.ম. মুজিবর রহমান, শেখ জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, নুর ইসলাম, ইউসুফ আলী খান, মো. মুন্সি মোত্তালিব মিয়া, মীর মো. লিটন, সরদার আব্দুল হালিম, শেখ মো. রুহুল আমীন, কাউন্সিলর মাহমুদা বেগম, নুর জাহান রুমি, নূরিনা রহমান বিউটি, মেহজাবিন খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

॥ মহিলা শ্রমিক লীগ ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরত্ন  শেখ হাসিনা এমপি’র ৭৭তম জন্মদিন পালন করেছে মহিলা শ্রমিক লীগ। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরীন আখতার, সাধারণ সম্পাদক মাসুমা আক্তার রানী, সহ-সভাপতি বৃন্দ জাহানারা, আকলিমা, ঝুমুর, খাদিজা, বকুল, যুগ্মসম্পাদক সাথি রানী, পারভিন আক্তার, সেলিনা নাছরিন, কনিকা, ছোঁয়া, পারুল, কোহিনুর, অর্চনা, লক্ষীরানী, মজিনা, শিরীন, নাহার, রোজিনা, কনা, রত্না প্রমুখ। – খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!