খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে
  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

গণতন্ত্র এখন আওয়ামী লীগের হাতে বন্দি : মির্জা ফখরুল

গেজেট ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ থেকে ৫০ বছর আগে আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। এখন আমরা সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যে লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই আশা পূরণ হয়নি। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। দেশে চলছে গণতন্ত্রের সংকট। এটা শুধু বিএনপির নয়, সমগ্র জাতির সংকট। গণতন্ত্র এখন আওয়ামী লীগের হাতে বন্দি।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘এশিয়া-প্যাসিফিক বিএনপি’র বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে আজ গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার ও মানবাধিকার নেই। গণতান্ত্রিক বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয়নি। দেশের মানুষ বর্তমানে ফ্যাসিস্ট সরকারের কাছে জিম্মি। এর কারণ হচ্ছে- আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী নয়।’

এশিয়া-প্যাসিফিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত সমন্বয় কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক ড. শাকিরুল ইসলাম খান শাকিলের সভাপতিত্বে এবং এশিয়া প্যাসিফি বিএনপির সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ইউরোপীয় অঞ্চলের সমন্বয়ক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, মধ্যপ্রাচ্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মালয়েশিয়া বিএনপির সেক্রেটারি মোশাররফ হোসেন, নূরে আলম (জাপান), শামসুর রাহমান ফিলিপ (সিঙ্গাপুর), মোহাম্মদ রাশেদুল হক (অস্ট্রেলিয়া), এম জামান সজল (দক্ষিণ কোরিয়া), আজিজ উদ্দিন আহমেদ মামুন (নিউজিল্যান্ড); মো: শহীদুল ইসলাম নান্নু (জাপান); মনিরুল হক জর্জ (অস্ট্রেলিয়া); কাজী এনামুল হক (জাপান); দেলোয়ার হোসেন (অস্ট্রেলিয়া); মোশাররফ হোসেন (হংকং); নাসের উদ্দিন (মালদ্বীপ); মীর রেজাউল করিম রেজা (জাপান); মোহাম্মদ কামরুল (সিঙ্গাপুর); হসিবুল করিম হাসিব (দক্ষিণ কোরিয়া);মাহবুব আলম শাহ (মালেশিয়া); সৈয়দ জাকিরুল আলম (মালেশিয়া); মোহাম্মদ আলমগীর হোসেন মিঠু (জাপান); এমদাদুল ইসলাম মনি (জাপান); আশরাফুর রহমান খান রবিন (সিঙ্গাপুর); হায়দার আলী (অস্ট্রেলিয়া); অ্যাডভোকেট নাসির উল্লাহ (অস্ট্রেলিয়া); সাখাওয়াত হোসেন রনো (নিউজিল্যান্ড);

ইমরান হোসেন তালুকদার (মালদ্বীপ); দেওয়ান সাইফুল আলম মাসুদ (হংকং); এম জে আলম (মালেশিয়া); আব্দুল জলিল লিটন (মালেশিয়া); মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ (অস্ট্রেলিয়া); ইঞ্জিনিয়ার সোহেল মাহমুদ ইকবাল (অস্ট্রেলিয়া); মোঃ মনির হোসাইন (দক্ষিণ কোরিয়া); মোফাজ্জল হোসেন (নিউজিল্যান্ড); আবু সায়েম আজাদ (সিঙ্গাপুর); মোঃ সম্রাট হাওলাদার রাজু (দক্ষিণ কোরিয়া); জাহাঙ্গীর আলম খান (মালেশিয়া); হাবিবুর রহমান রতন (মালেশিয়া); মেহেদী হাসান খান চৌধুরী (নিউজিল্যান্ড);জিয়া উদ্দিন (সিঙ্গাপুর); ইমন রহমান (দক্ষিন কোরিয়া); খাইরুল ইসলাম নিজামী (হংকং); মোঃ খলিলুর রহমান ,রফিকুল ইসলাম(মালদ্বীপ); মুন্নি চৌধুরী মেধা (অস্ট্রেলিয়া); মাছিয়ামা মুনা ইব্রাহিম (জাপান); কানিজ ফাতেমা লিমা (নিউজিল্যান্ড)।কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, শওকত আলী কুয়েত ফয়সাল মাহমুদ চৌধুরী বাহরাইন, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম (সংযুক্ত আরব আমিরাত), ওয়াসিম আকরাম (লেবানন), আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, আমেরিকা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরাফত হোসেন বাবু, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি সেলিম রেজা,ম্যারিল্যান্ড বিএনপির সদস্য কবিরুল ইসলাম, মিশিনগান সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়ছল চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন, জার্মান বিএনপির সভাপতি, আকুল মিয়া যুগ্ম সম্পাদক মোস্তাক খান গ্রীস বিএনপির সভাপতি মুখলেছুর রহমান, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক জুলফিকার আশরাফ, সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির, সামসুল গাজী, অষ্ট্রিয়া বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদূর রহমান ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, মহিলা দলের আন্তর্জাতিক সম্পাদক ও ফ্রান্স মহিলা দলের সভাপতি মমতাজ আলো, সহ আন্তর্জাতিক সম্পাদক ফাহিমা আক্তার মুকুল ইতালি বিএনপির যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ কাদের বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা কামাল উদ্দিন, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল,অষ্ট্রিয়া বিএনপি নেতা নাসির উদ্দিন, ইতালি বিএনপি নেতা খলিলুর রহমান খোকন সোলেমান বেগ সহ জাপান, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সুবর্ণজয়ন্তীর থিম সং এবং ভিডিও ডকুমেন্টারি পরিবেশন করা হয়।

এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!