স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে পরিচালিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ১ হাজার ৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।
উপযুক্ত চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া নিজে চলতে অক্ষম, এ ধরনের ৪৯৩ জনকে ‘অতি গুরুতর’ বিবেচনায় ‘ক’ শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে।
আর চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম ৯০৮ জনকে ‘গুরুতর আহত’ বিবেচনায় ‘খ’ শ্রেণিতে রাখা হয়েছে।
তাদের আর্থিক সহায়তা, পুনর্বাসনসহ বিভিন্নভাবে সহায়তা করছে সরকার।
এর আগে গণঅভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।
এসব তালিকা ধরে নিহতদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মুক্তিযুদ্বিষয়ক মন্ত্রণালয়।
খুলনা গেজেট/এনএম