আর্জেন্টিনা-ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে যশোরের চৌগাছা থানার ওসির বিশেষ বার্তা জারি করেছেন। রবিবার (১১ জুলাই) সকালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল। এই খেলাকে ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানান উত্তেজনা। সর্মথকরা নিজ নিজ দলের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি প্রতিপক্ষকে নানাভাবে সমালোচনা করছেন।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে চৌগাছা উপজেলায় এক ধরনের বিশেষ বার্তা দিয়েছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।
সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে তার থানা এলাকায় কোন ধরনের প্রজেক্টরে খেলা দেখানো যাবে না বলে তিনি জানিয়েছেন। এছাড়া খেলার পর আনন্দ মিছিল, পটকা-বাজি ফুটানোর ব্যাপারেও নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি।
নির্দেশনায় আরো বলা হয়েছে, হাট, বাজার, রেস্তোরা, হোটেল, দোকানে খেলাকে কেন্দ্র করে গণজমায়েত করা যাবে না। এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।