খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবার একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিলেন। তাঁদের সম্মিলিত উদ্যোগে সংগৃহীত অর্থে কেনা হয়েছে একটি মিনি এসি কোস্টার।
গাড়িটি আজ বুধবার(২৫ মে) বিকাল ৪ টা ১৫ মিনিটে সরবরাহকারী প্রতিষ্ঠান টয়োটা কোম্পানী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে হস্তান্তর করে।
এর আগে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) গাড়িটি পর্যবেক্ষণ করেন এবং গাড়িতে চড়ে কিছুদূর ঘুরে আসেন।
এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, এ ধরনের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কল্যাণমূলক অনেক কিছুই অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে গাড়ির সংকট রয়েছে এবং বিশেষ করে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি এখনও সংস্থান সম্ভব হয়নি। এ অবস্থায় শিক্ষকবৃন্দ এই গাড়িটি পরিবহন পুলে প্রদান করায় পরিবহনের সমস্যা অনেকটা দূর হবে।
এসময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।