খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. শেখ মোঃ নুরুল হক (৭৮) ইন্তেকাল করেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
আজ ২৯ জুলাই বুধবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১৯৯৬ ও ২০১৪ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জানা যায়, গত ৯ জুলাই সাবেক সংসদ সদস্য নূরুল হকের করোনা শনাক্ত হয়। পরদিন ১০ জুলাই তাকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার করোনা নেগেটিভ আসে।
তবে শারিরিকভাবে প্রচন্ড দুর্বল ছিলেন তিনি। এ অবস্থায় বুধবার (২৯ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি কিডনি, ডায়াবেটিকস ও হৃদরোগী ছিলেন।
মরহুমের বড় ছেলে আলহাজ্ব শেখ মোঃ মনিরুল ইসলাম বলেন, মরদেহ নিয়ে রাতের মধ্যে পাইকগাছায় পৌঁছানোর চেষ্টা করছি। স্বাস্থ্যবিধি মেনে নিজ গ্রাম কোরাইকাটির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। দলীয় নেতাকর্মীসহ খুলনাবাসীর কাছে পিতার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তিনি।
খুলনা গেজেট /এআইএন