খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

খুলনা সফর স্থগিত করলেন প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক

মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে আগামী ১৩ মের খুলনা সফর স্থগিত করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নির্বাচনী আচরণবিধি যাতে কোনভাবেই লঙ্ঘন না হয় সেজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ১৩ মের খুলনা সফর স্থগিত করেছেন। আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন সাধারণ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হবে। নির্বাচনী বিধিমালা যথাযথ প্রতিপালনের লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রতিমন্ত্রী পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী শুধুমাত্র বাগেরহাট এবং পিরোজপুর জেলা সফর করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!