“মুক্তিযুদ্ধ ’৭১” ও “বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট”-য়ের যৌথ প্রযোজনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা গৌরবোজ্জ্বল অধ্যায়ের উপর নির্মিত ছয়টি গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রের প্রদর্শনী আগামী ১৩ নভেম্বর (রবিবার) ও ১৪ নভেম্বর (সোমবার) খুলনা শিল্পকলা একােেডমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রামাণ্যচিত্রের দৈর্ঘ্য এক ঘন্টা (৬০ মিনিট)।
অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন খুলনার জেলা প্রশাসক জনাব মো. মনিরুজ্জামান তালুকদার, বিশেষ অতিথি থাকবেন লেখিকা শারমিন আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখবেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল ও খুলনা সরকারী ব্রজলাল কলেজের অধ্যাপক প্রফেসর শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শামীম রেজা।
প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সময়সূচি
১৩ নভেম্বর (রবিবার)
১. উদ্বোধনী অনুষ্ঠান (বিকাল ৪.০০)
১. মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার (বিকাল ৪.২০)
২. জনযুদ্ধ ’৭১ (বিকাল ৫.৩০)
৩. বীর চট্টলার প্রতিরোধযুদ্ধ (সন্ধ্যা ৬.৪৫)
১৪ নভেম্বর (সোমবার)
১. আকাশে মুক্তিযুদ্ধ (বিকাল ৪.০০)
২. একাত্তরের নৌ-কমান্ডো (বিকাল ৫.১৫)
৩. বিলোনিয়ার যুদ্ধ (সন্ধ্যা ৬.৩০)
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী ও তরুণ শিক্ষকেরা এই প্রামাণ্যচিত্রগুলি নির্মাণ করেছেন। প্রামাণ্যচিত্রগুলো পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। মুক্তিযুদ্ধের এই অতীব গুরুত্বপূর্ণ ছয়টি গৌরবোজ্জ্বল অধ্যায়কে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানটি সকলের জন্যে উন্মুক্ত রাখা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই