খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

খুলনা-মোংলা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

আরিফ ঢালী, চুলকাঠি

খুলনা-মোংলা মহাসড়কে শ্যামবাগাত বাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও পাথর ভর্তি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে নারী-পুরুষসহ ৭ জন গুরুত্বর আহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় শ্যামবাগাত বাসস্ট্যান্ডে এ র্দুঘটনা ঘটে। পুলিশ বাস ও ড্রাম ট্রাকটি আটক করেছেন।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, মোংলা থেকে গেটলক একটি বাস (ঢাকা-ব-১৪-২২০১) খুলনা অভিমুখে আসার সময় রূপসা হতে পাথর ভর্তি একটি ড্রাম ট্রাক বেপরোয়া ও দ্রুতগতিতে এসে বাসটির সামনের প্রচন্ড গতিতে আঘাত করে। এসময় বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে তার ভিতরে থাকা কমপক্ষে ২০/২৫জন যাত্রী আহত হয়। এসময় স্থানীয়রা দ্রুত আহতদের উর্দ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে নারী ও পুরুষ সহ ৭জনের অবস্থা গুরুত্বর। পরে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ এসে বাস ও ড্রাম ট্রাকটি আটক করলেও চালকরা পালিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!