খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নগরীর বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম, বর্তমান সময়ে “ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকার” সম্পর্কে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। এরপর বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে ১৬ জন পুলিশ সদস্যের বার্ধ্যক্যজনিত ও স্বেচ্ছায় অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। একইসাথে তাদের অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার তাঁর বক্তব্যে, “বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী” উল্লেখ্য করে সকলকে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএম