খুলনা, বাংলাদেশ | ১৩ ফাল্গুন, ১৪৩১ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  খুলনার সাচিবুনিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় রাজিব টিকাদার নামের যুবক নিহত
  চট্টগ্রামে গ্রাহকের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদসহ ৪৬ জন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি

খুলনা মহানগর ছাত্রদলের ৫ সাংগঠনিক টিম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার আওতাধীন ইউনিট কমিটি সমূহ গঠনের লক্ষ্যে পাঁচটি সাংগঠনিক টিম ঘোষণা করা হয়েছে। মহানগর কমিটির একজন যুগ্ম আহবায়ককে টিম প্রধান এবং ২/৩ জন সদস্যকে টিমের সদস্য করে সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি এবং সদস্য সচিব মো: তাজিম বিশ্বাস শনিবার (১৫ সেপ্টেম্বর) কমিটি সমূহের অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।

মহানগরীর অন্তর্গত ৫ থানা ও ৮ টি কলেজ এবং ৩১ টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে এই টিমের সদস্যরা নেতৃত্ব যাচাই বাছাই করবেন। ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশীরা স্ব স্ব ইউনিটের টিমের কাছ থেকে তথ্য সংগ্রহ ফরম সংগ্রহ করবে। এ জন্য সময় নির্ধারিত হয়েছে আগামী ১৫ দিন। সংগৃহিত ফরমের তথ্য যাচাই বাছাই শেষে টিমের পক্ষ থেকে মহানগর ছাত্রদলের কাছে সুপারিশ পেশ করা হবে।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: হাসান ফকিরকে টিম প্রধান এবং পারভেজ হোসেন সিজান ও আলী আকবরকে সদস্য করে গঠিত টিম খানজাহান আলী থানা ও সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ইউনিটে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ ইমরানকে টিম প্রধান এবং কাজী আসিফুর রহমান, মনিরুল ইসলাম ও রাশিকুল আনাম রাশুকে সদস্য করে গঠিত টিম সোনাডাঙ্গা থানা, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটে (কেপিআই) সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেদায়েত উল্লাহ দিপুকে টিম প্রধান এবং মো: মাজহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকিব ও মো: ইউসুফ শেখকে সদস্য করে গঠিত টিম সদর থানা ও আযম খান সরকারি কমার্স কলেজ ইউনিটে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াজুল খান মুরাদকে টিম প্রধান এবং ওয়াহিদুজ্জামান খান, স্বপন রহমত উল্লাহ ও সর্দার মাহিম উল হককে সদস্য করে গঠিত টিম দৌলতপুর থানা, সরকারি ব্রজলাল কলেজ ও মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ইউনিটে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেলাল হোসেন গাজীকে টিম প্রধান এবং আব্দুর রহিম বাদশা, মিজানুর রহমান মৃদুল ও ইলিয়াস সরদারকে সদস্য করে গঠিত সাংগঠনিক টিম খালিশপুর থানা, হাজী মুহম্মদ মহসিন কলেজ ও দৌলতপুর দিবা নৈশ কলেজ ইউনিটে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। সূত্র : প্রেস রিলিজ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!