খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

খুলনা-মংলা মহাসড়কের উপর থেকে উচ্ছেদ হচ্ছে বাজার 

চুলকাঠি প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারটি দক্ষিণাঞ্চলের একটি বড় ব্যবসায়ী মোকাম। কাচামাল, দুধ, নারকেল ও কাঠের জন্য বাজারের সুনাম অনেক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা পণ্য ক্র‍য় বিক্র‍য়ের জন্য আসে। কিন্তু উপরোক্ত ৪ টি বাজারই মহাসড়কের উপর বা মহাসড়কের পাশে বসে।

পাইকারী কাচামালের বাজারটি মহাসড়কের উপর বসে। খুলনা-মংলা মহাসড়কের ব্যস্ততম সড়কের উপর হাট বসায় লোকজন ও বাস গাড়ি চলাচল ঝুকিপুর্ণ হয়ে পড়ে। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। গত ১৪ জানুয়ারী কাচামালের বাজারে ভ্যান থেকে পণ্য নামানোর সময় খুলনাগামী একটি বাসের ধাক্কায় কৃষক, ভ্যানচালক সহ ২জন আহত হয় এবং একজন ঘটনাস্থলেই নিহত হয়।

এ ধরণের দুর্ঘটণা এড়াতে বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম মহাসড়ক থেকে হাট বাজার অপসরণের উদ্যোগ নেন। বৃহস্পতিবার সকালে তিনি এ বিষয়ে চুলকাটি বাজারে এসে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু ও বাজার কমিটির নেত্তৃবৃন্দের সাথে মতবিনিময় করে মহাসড়ক থেকে হাট বাজার অপসারণের সিদ্ধান্ত নেন।

বাজার কমিটির নেতৃবৃন্দ ইউএনও’র বরাত দিয়ে জানান, মহাসড়কের উপর থেকে বাজার তুলে বাজারের মধ্যে বসানোর বিষয়ে বাজার কমিটিকে বলা হয়েছে। খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন জানান,কাচামাল ও দুধের বাজার মহাসড়ক থেকে উঠিয়ে প্রেস ক্লাবের সামনে বসাতে পারলে সব দিক থেকে ভাল হতো। প্রেস ক্লাবের সামনের জায়গা অবমুক্ত করতে পারলে বাজার বসানোর মতো পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে। তাছাড়া মহাসড়ক পাশে থাকায় যোগাযোগ ব্যবস্থাও ভাল হবে। আগামী রবিবার ইউএনওকে সরেজমিনে পরিদর্শন করানোর পর চুড়ান্ত সিদ্ধান্তে পৌছানো যাবে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!