খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ ১৭ জুলাই, প্রধান অতিথি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ স্লোগানকে সামনে রেখে আগামী ১৭ জুলাই খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ হবে স্মরণকালে ঐতিহ্যবাহী সমাবেশ। এ সমাবেশ থেকে তরুণ প্রজন্মকে তাদের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে উজ্জীবিত করা হবে। সমাবেশে খুলনা বিভাগের ১০টি জেলার তরুণরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

শুক্রবার (৭ জুলাই) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ সভায় বক্তারা এসব কথা বলেন।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের অধীনে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না তাই নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমেই দেশে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেখানে মুখ্য ভূমিকা রাখবে ভোটাধিকার বঞ্চিত আমাদের তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছে জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদল। ১৭ জুলাই খুলনার তারুণ্যের সমাবেশে বিএনপির মহাসচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, বেগম রেহেনা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, মাহমুদ আলী, শের আলম সান্টু, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবীর, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, কে এম হুমায়ূন কবীর, হাফিজুর রহমান মনি, আবু মো. মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, শেখ জাহিদুল ইসলাম, চৌধুরী কাওসার আলী, আ. রাজ্জাক, খায়রুল ইসলাম খান জনি, বি এম তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, আরিফ ইমতিয়াজ খান তুহিন, ইলিয়াস হোসেন মল্লিক, শেখ আজগর আলী, বিপ্লবুর রহমান কুদ্দুস, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, সুলতান মাহমুদ, জি এম রফিকুল ইসলাম, জহর মীর, মনিরুজ্জামান লেলিন, নাজমুর সাকির পিন্টু, হাবিব বিশ^াস, এ্যাড. মোহাম্মাদ আলী বাবু, শেখ জামাল উদ্দিন, রবিউল হোসেন আফসার উদ্দিন, রফিকুল ইসলাম বাবু, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, শামসুল বারিক পান্না, আজিজা খানম এলিজা, যুব দলের নেহিবুল হাসান নেইম, শামীম কবীর, এবাদুল হক রুবায়েত, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, মহিলা দলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা, জাসাসের ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু, কৃষক দলের মোল্লা কবীর হোসেন, শেখ আদনান ইসলাম দীপ, শেখ আবু সাঈদ, তাঁতী দলের আবু সাইদ শেখ, মেহেদী আহসান মিন্টু, শেখ মাহমুদ আলম লোটাস, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, মো. তাজিম বিশ্বাস, গোলাম মোস্তফা তুহিন প্রমূখ।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!