বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, খুলনা বিভাগীয় স্টেডিয়াম আন্তর্জাতিকমানের ভেন্যু; ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে অনুর্দ্ধ ১৯ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে আর আন্তর্জাতিক খেলা হয় না। আওয়ামী সরকারের দেড়যুগে খুলনাবাসী ক্রীড়া আনন্দ বঞ্চিত ছিল। রাষ্ট্রের বহু টাকা ব্যয়ের পরও শুধু রক্ষণাবেক্ষণের অভাবেই স্টেডিয়ামটি ধ্বংসের দ্বারপ্রান্তে। বিএনপি’র নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে খুলনায় নিয়মিত আন্তর্জাতিক খেলাধুলা অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রদর্শনী ম্যাচের মতো হলেও প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি আনন্দঘন পরিবেশে স্টেডিয়ামে এসে দেখতে তারেক রহমানের পক্ষে তিনি খুলনাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনকালে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। আগামী ২৩ নভেম্বর আন্তর্জাতিকমানের ভেন্যুতেই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভেন্যু পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা ও সাংগঠনিক ও প্রচার উপ-কমিটির আহবায়ক শফিকুল আলম তুহিনসহ সকল উপ-কমিটির নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠনবৃন্দ।
প্রসঙ্গত্ব, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গত ১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্যদিয়ে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ এর শুরু হয়েছে। ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত দেশের ১০টি বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। খুলনার ম্যাচটি সফলে শুক্রবার রাতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটিসহ ১১টি উপ-কমিটি গঠন করা হয়।
খুলনা গেজেট/এএজে