করোনা আক্রান্তদের মানবিক চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ অক্সিজেন সিলিন্ডার, নগদ অর্থ ও মাস্ক প্রদান করেছেন বিত্তবানরা। সোমবার (১৭ আগস্ট) নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ ‘কল সেন্টারের’ অস্থায়ী কার্যালয়ে মহিলা দল নেত্রী রেহেনা ঈসার মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আসুমা বেগম অক্সিজেন সিলিন্ডার, জনৈক ব্যক্তি নগদ অর্থ ও মহিলা দল নেত্রী লায়লা পারভীন মাস্ক প্রদান করেছেন নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নিকট।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি. জাফরউল্লাহ খান সাচ্চু, রেহেনা ঈসা, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, মুজিবর রহমান, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম জলি, বদরুল আনাম খান, আফসার মাস্টার, ইশহাক তালুকদার, মেজবাহ উদ্দিন মিজু, ওহেদুর রহমান দিপু, জাহিদ কামাল টিটু, আসলাম হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, কাজী মাহমুদ আলি, খান শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, জিএম রফিকুল হাসান, কেএম মাহবুব আলম, জাহাঙ্গীর হোসেন, জিএম মাহবুব, জাকারিয়া হোসেন লিটন, ডা. ফারুক হোসেন, শরিফুল ইসলাম, কাওসারী জাহান মঞ্জু, সেলিম হোসেন, লায়লা রহমান, ইশমত আরা কাকন, এরশাদ হোসেন, আলমগীর হোসেন, মোঃ হারুন প্রমুখ।
খুলনা গেজেট/এআইএন