খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও আড়ংঘাটা এলাকায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাজার তদারকিকালে ৫টি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা-অধিকার অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানিয়েছেন, নগরীর সোনাডাঙ্গা ও আড়ংঘাটা থানার বিভিন্ন এলাকায় তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
অন্যদিকে, র্যাব-৬ এর সিপিসি-২ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসানের সমন্বয়ে ঝিনাইদহ সদরের পায়রা চত্ত্বর এলাকায় ভেজাল এবং মেয়াদুর্ত্তীণ কসমেটিকস মজুতের অপরাধে মেসার্স দিলীপ ষ্টোরের মালিক দিলীপ বিশ্বাস(৫০) কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দিলীপ বিশ্বাস স্থানীয় আদর্শপাড়ার বাসিন্দা দিনবন্দু বিশ্বাসের পুত্র।
আবার, যশোরে ভোক্তা অধিকার-সংরক্ষণ অধিকারের জেলার সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী বাজার ও মণিরামপুর উপজেলার হাজরাকাটি বেলতলা বাজারে তদারকি করা হয়। এসময়ে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এদিকে, জেলা কার্যালয় কর্তৃক বাগেরহাটের চুলকাঠি বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এআইএন