খুলনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা আজ শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
সভায় খুলনা প্রেসক্লাবকে আরও গতিশীল করার উদ্দেশ্যে ক্লাবের গঠনতন্ত্রের ২০ (ক) এবং (খ) ধারা মোতাবেক প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনীর জন্য প্রস্তাবনাসমূহ উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
সভায় ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ২১ থেকে বৃদ্ধি করে ২৫ জনে উন্নীত করা হয়। সভায় খুলনা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের মেয়াদকাল ১ বছর থেকে উন্নীত করে ২ বছর করা হয় এবং ১ জানুয়ারি-২০২২ হতে এই মেয়াদকাল কার্যকর হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় গঠনতন্ত্রের বেশ কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাবনা উপস্থাপনের পর সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভায় বক্তৃতা করেন মকবুল হোসেন মিন্টু, আহমদ আলী খান, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, এস এম হাবিব, মোঃ সাহেব আলী, এস এম সাহিদ হোসেন, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ শাহ আলম, অমিয় কান্তি পাল, সৈয়দ আব্দুল মতিন, মোঃ আব্দুল হালিম, মোঃ হুমায়ুন কবীর, ওয়াহেদ-উজ-জামান বুলু, সুনীল কুমার দাস, গাজী মনিরুজ্জামান, শেখ আব্দুল্লাহ, কৌশিক দে, বিমল সাহা, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, এস এম ফরিদ রানা, মাছুম বিল্লাহ প্রমুখ।
সভায় ক্লাবের মোট ১২৭ জন স্থায়ী সদস্য উপস্থিত ছিলেন। খবর : প্রেস বিজ্ঞপ্তি।