এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও সফলতার স্বাক্ষর রেখেছে খুলনা পাবলিক কলেজ। কলেজে এবার পাশের হার ৯৯.৫২ শতাংশ । ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দারুণ এই ফলাফলে খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে.কর্ণেল মুনীর আব্বাস বলেন, এসএসসি পরীক্ষায় কলেজ থেকে এবার ২০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। যার মধ্যে একজন অসুস্থতার কারণে এক বিষয়ে খারাপ করেছে। বাকী ২০৬ জন কৃতিত্বের সঙ্গে পাস করেছে। যার ১৬৭ জন জিপিএ-৫ পেয়েছে। এবার বিজ্ঞান বিভাগ থেকে ১৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫৮ জন। আর বাণিজ্য বিভাগ থেকে ৪০ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
তিনি বলেন, ফলাফল আশানুরূপ হয়েছে। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছি। তাদের জন্য মনখুলে দোয়া করছি, তারা যেন ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে পারে।
খুলনা গেজেট/এমএম