খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত
  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
সড়ক দখলমুক্ত করার দাবি নিসচার

খুলনা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ইট-বালু ব্যবসায়ীদের দখলে, মারাত্মক প‌রিবেশ দূষণ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর অধিকাংশ সড়কে তাকালে মনে হবে খুলনা সিটি কর্পোরেশন থেকে এরা মনে হয় সড়ক লীজ নিয়েছে । নগরীর গুরুত্ত্বপূর্ণ অনেক সড়কে ইট-বালুর অবাধে ব্যবসা চলছে। একটি সড়কের তিনভাগের দুই ভাগ দখল করে দিন-রাত ইট-বালুর ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। দেখার কেউ নেই। এ বিষয়ে নিসচা’র পক্ষ থেকে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নিকট লিখিত আকারে স্মারকলিপি দিলে তিনি ২-৩ দিন এসব অবৈধ সড়ক দখলদারদের বিরুদ্ধে অভিযান চালান। কিন্তু পরবর্তীতে আবার পূর্বের অবস্থা। পৃথিবীর কোন সভ্য দেশের একটি গুরুত্তপূর্ণ নগরীতে এমনভাবে সড়কে ই-বালুর ব্যবসা আছে কি-না তা আমাদের জানা নেই। এক সময়ের পরিবেশ বান্ধব খুলনা নগরী আজ বড়ই অসহয়। এক দিকে সড়কগুলো সংস্কারের অভাবে করুন দশা অন্যদিকে সড়কে ইট-বালুর ব্যবসা, ফুটপাতগুলো হকারদের দখলে। দেখলে মনে হয় ভোটের আগে জনগন-ভোটের পরে দখলদারের স্বার্থরক্ষা।

খুলনা মহানগীর পরিবেশ আজ ভয়াবাহ দূষণের কবলে। সড়ক দখলদার ইট-বালু ব্যবসায়ীদের কারণে পথচারীরা পথ চলতে পারছে না ঠিকমত। ঘটছে একাধিক সড়ক দুর্ঘটনা। দিনের বেলা নগরীতে ট্রাক চলাচল বন্ধ থাকার নিয়ম থাকলেও ইট-বালু ব্যবসাীদের ড্রাম ট্রাক বিভিন্ন সড়কে নিয়মিত চলছে। চলছে লবনচরায় অবস্থিত একটি সিমেন্ট কারখানার ট্রাক। এসব দখলদার ধূলা-বালু ব্যবসায়ীদের নিকট থেকে খুলনা নগরবাসী মুক্তি চায়। নগরীর মতিয়াখালী-ক্ষেত্রখালী খালসহ বিভিন্ন খাল ভরাট করে রাস্তা ও ড্রেন করা হয়েছে। সেই রাস্তায় মানুষের যাতায়াত বিঘ্ন করে ইট-বালুর ব্যবসা শুরু করেছে। এসব বাড়ী-ঘর নির্মান সামগ্রী রাত ১২টার পরে নগরীর সংশ্লিষ্ট স্থানে পরিবহন করা বাধ্যতামূলক করা হোক।

দিনের বেলা, সড়ক দখলকরে এবং উন্মুক্তভাবে যেন কোন ভাবেই চলাচল করতে না পারে সে দিকে কেসিসি-পুলিশ প্রসাশনকে লক্ষ্য রাখতে হবে। অবিলম্বে নগরী থেকে সিমেন্ট কারখানা, ইট-বালু ব্যবসা বন্ধ করে নগরীর বাইরে নিদিষ্ট কিছু স্থান নির্ধারন করে দেওয়ার জোর দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!