জেলা সশস্ত্র বাহিনী বোর্ড খুলনার বার্ষিক সমন্বয় সভা-২০২১ মঙ্গলবার (৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালকুদার।
এসময় উপস্থিত ছিলেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড খুলনার সচিব মেজর পঙ্কজ মল্লিক (অবঃ), রিক্রুটিং অফিসার (বিআরইউ) খুলনার মেজর লিয়াকত, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ কামাল হোসেন, মেজর অবসরপ্রাপ্ত আমান, জেলা শিক্ষা অফিসারসহ সেনা, নৌ, বিমান বাহিনীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ।
সভায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ আর্থিক সহযোগিতা, খাস জমি বরাদ্দ, জমিজমা সংক্রান্ত মামলা মোকদ্দমা, সন্তানদের চাকুরির সুযোগ প্রদানসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
এসময় উপস্থিত জেলা প্রশাসকসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অবসরপ্রাপ্ত সদস্যগণকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
খুলনা গেজেট/ এস আই